মুনাফায় ফিরল বাটা
দেশের অন্যতম জুতা প্রস্তুতকারক বহুজাতিক প্রতিষ্ঠান বাটা ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে মুনাফায় ফিরে এসেছে।
২০২১ সালে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে লোকসানের পর আবারও কোম্পানিটি মুনাফায় ফিরে আসলো।
চলতি বছরের প্রথম ৩ মাসে এই জুতা প্রস্তুতকারকের মুনাফা বেড়ে দাড়িয়েছে ৬ কোটি ৮৪ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানিটি ৪ কোটি ৯০ লাখ টাকা লোকসান গুণেছিল।
শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ৫৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লোকসানের মুখে পরে। করোনভাইরাস মহামারির প্রথম ঢেউয়ের মধ্যে লকডাউনের কারণে ঈদেও তারা দোকান খুলতে পারেনি। ফলে বড় অংকের লোকসানে পড়ে কোম্পানিটি।
২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) বাটা মুনাফায় ফিরে আসে। কিন্তু মহামারির দ্বিতীয় ঢেউ আবারও কোম্পানিটিকে লোকসানে ফেলে দেয়।
মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় জুতার বিক্রি বেড়েছে। ফলে কোম্পানিটি ২০২২ সালে আবার মুনাফায় ফিরে আসে।
Comments