রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৮০ বিলিয়ন ডলার

নতুন রপ্তানিনীতিতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৮০ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে সরকার।
আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০২১-২০২৪ মেয়াদে এ নীতি অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত রপ্তানি খাতের চাহিদা এবং বিশ্ব বাণিজ্য পরিস্থিতি ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে রপ্তানিনীতি ২০২১-২০২৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'বর্তমান নীতির লক্ষ্যমাত্রা ছিল ৬০ বিলিয়ন ডলার।'
Comments