রাশিয়া থেকে ১ লাখ টন গম আমদানি করবে সরকার

ছবি: সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় রাশিয়া থেকে ১ লাখ টন গম আমদানি করতে যাচ্ছে সরকার।

আজ সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এ তথ্য জানানো হয়।

বৈঠকের পর মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, 'গমের মূল্য আলোচনা করে ঠিক করা হবে।'  

Comments

The Daily Star  | English

Govt decides to ban AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

1h ago