রেমিট্যান্স ৪ মাসের মধ্যে সর্বোচ্চ

প্রতীকী ছবি

সরকার রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য নগদ ভর্তুকি বাড়ানোর পর জানুয়ারিতে রেমিট্যান্স ৪ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের মাসের তুলনায় ৪ দশমিক ৫২ শতাংশ বেশি।

গত বছরের অক্টোবরের পর এটিই সর্বোচ্চ রেমিট্যান্স। সেসময় এসেছিল ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।

এর আগে সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে।

তবে গত বছরের জানুয়ারির তুলনায় এই বছরের জানুয়ারিতে র‍েমিট্যান্স কমেছে ১৩ দশমিক ১২ শতাংশ। সেসময় রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।  

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, যে সরকারের বর্ধিত নগদ প্রণোদনা মূলত রেমিট্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে।

র‍েমিট্যান্সের নিম্নমুখী প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিরূপ প্রভাব পড়ায় গত ১ জানুয়ারি সরকার অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে আড়াই শতাংশে উন্নীত করে।  

গত বছরের আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে, তারপরই হ্রাস পেতে শুরু করে এবং গত ২৬ জানুয়ারি এটি ৪৫ দশমিক ১৩ বিলিয়নে দাঁড়ায়।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago