শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধে ১ বছর সময় দিলো বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রা রিজার্ভের অভাবে জ্বালানিসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। ছবি: রয়টার্স

বৈদেশিক ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধের মেয়াদ আরও ১ বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বছর নেওয়া এ ঋণ পরিশোধের মেয়াদ ছিল চলতি মে মাস পর্যন্ত।

মেয়াদ বৃদ্ধির ফলে শ্রীলঙ্কা ২০০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধে আরও ১ বছর সময় পাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ৩ মাস পরপর শ্রীলঙ্কাকে ঋণের সুদ পরিশোধ করে যেতে হবে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, শ্রীলঙ্কা সরকারের অনুরোধে ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো হয়েছে।

শ্রীলঙ্কা ৩ মাসের মধ্যে ফেরত দেওয়া শর্তে গত বছর মে মাসে বাংলাদেশের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল।

বাংলাদেশ কিছু শর্ত সাপেক্ষে এই ঋণ দিতে রাজি হয়েছিল।

প্রথম শর্ত অনুযায়ী ঋণের পরিমাণ একবারে ২০০ মিলিয়ন ডলারের বেশি নয়। 

প্রথম কিস্তি পরিশোধের জন্য শ্রীলঙ্কা ৩ মাস সময় পাবে এবং এ সময় সুদের হার হবে LIBOR+ ২ শতাংশ। LIBOR বা London Interbank Offered Rate হলো আন্তর্জাতিক অঙ্গনে স্বল্পমেয়াদে ঋণ দেওয়ার জন্য প্রচলিত সুদের হার।

প্রথম ৩ মাসে ঋণ শোধ করতে না পারলে শ্রীলঙ্কাকে আরও ৩ মাস সময় দেয়া হবে। দ্বিতীয় ৩ মাসেও সুদের হার সমান থাকবে।

তবে ৬ মাস এক দিন পর থেকে পরের ৩ মাসে সুদের হার হবে LIBOR+২.৫ শতাংশ।

শ্রীলঙ্কা অবশ্য ওই ঋণের সুদ নিয়মিতভাবে পরিশোধ করে যাচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।

Comments

The Daily Star  | English

Israel army says missiles fired from Iran; explosions heard in Tel Aviv

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago