‘স্বপ্ন’ এখন খুলনার সোনাডাঙ্গায়

খুলনার সোনাডাঙ্গায় নতুন আউটলেট উদ্বোধন করেছে দেশের অন্যতম রিটেইল চেইন শপ 'স্বপ্ন'।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আউটলেটটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির।

এ ছাড়া, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, খুলনা সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, 'স্বপ্ন'-এর হেড অব বিজনেস এক্সপানশন জহিরুল ইসলাম, বিভাগীয় প্রধান সমীর কুমার ঘোষসহ স্থানীয় বিশিষ্ট জনরা এ সময় উপস্থিত ছিলেন।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, 'স্বপ্ন একটি সুপরিচিত চেইন সুপার শপ। আমি যতটা সময় ছিলাম, দেখলাম কাস্টমারের ভিড়ও বেশ ভালো। সব স্টাফদের ব্যবহারও বেশ ভালো। স্টোরে গুণগত মানসম্পন্ন পণ্য রাখলে স্বপ্ন বেশ ভালো ব্যবসা করবে বলে আশা করছি।'

স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, 'আমরা আশা করছি, এখানকার সব গ্রাহক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। আমরা গ্রাহকদের মানসম্মত পণ্য সরবরাহ করে থাকি। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।'

নতুন এ আউটলেটটি শীববাড়ি সোনাডাঙ্গা মেইন রোড, সোনাডাঙ্গা আবাসিক এলাকা প্রথম ফেজ (১ নম্বর গেইট সংলগ্ন), ফোরটিস হাসপাতালের বিপরীতে অবস্থিত।

এ আউটলেটেও থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা। সোনাডাঙ্গাতে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ০১৩১৩-০৫৪৬৪৫।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

2h ago