১২ কেজি এলপিজির দাম বেড়ে ১২৫৯ টাকা

বেসরকারি খাতে রান্নার গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের (এলপিজি) দাম ১ হাজার ৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৫৯ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে এক লাফে প্রতি সিলিন্ডারে দাম বাড়ল ২২৬ টাকা।
আজ রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি জানায়, নতুন মূল্য আজ থেকেই কার্যকর হবে।
এদিকে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৫৯১ টাকাই থাকছে। কারণ উৎপাদন পর্যায়ে খরচ পরিবর্তন হয়নি বলে জানিয়েছে বিইআরসি।
তবে গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম বাড়িয়ে লিটার প্রতি ৫৮.৬৮ টাকা করা হয়েছে। আগে এটি লিটার প্রতি ৫০.৫৬ টাকা ছিল।
বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেছেন, বিশ্ব বাজারে এলপিজির দাম বেড়েছে। এর সঙ্গে সমন্বয় করে দেশে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
Comments