৭ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি চালু

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে ।

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে এ তথ্য জানান।

তিনি বলেন, 'সাতদিন বন্ধ থাকার পর আজ দুপুর থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২০২ ট্রাক পণ্য ভারত ও ভুটান থেকে বাংলাদেশে আমদানি এবং ৫ ট্রাক পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬১ জন যাত্রী ভারত ও বাংলাদেশে পারাপার করেছেন।   

আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় পাথর ৪২ ট্রাক, ভুট্টা ১৫ ট্রাক, গম ১৬ ট্রাক, প্রাণী খাদ্য বা রেপসিড ২০ ট্রাক এবং ভুটানি পাথর ১০৯ ট্রাক। অন্যদিকে, বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৫ ট্রাক গার্মেন্টস ঝুট। 

স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, তবে এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরের সরকারি কার্যক্রম ও বৈধ ভিসা সংবলিত পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে পারাপার করছেন।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন দ্য ডেইলি স্টারকে জানান, পবিত্র ঈদুল ফিতর ও মে দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই ৭ দিন স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।   

Comments