অন্যান্য

বাবা হারালেন অভিনেতা অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা মোহাম্মদ ওমর ফারুক মারা গেছেন।
বাবার সঙ্গে অপূর্ব। ছবি: সংগৃহীত

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা মোহাম্মদ ওমর ফারুক মারা গেছেন।

আজ শুক্রবার সকাল ১১টায় উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

অপূর্ব তার বাবার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

পরে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে অপূর্ব লিখেছেন, 'আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন৷'

অপূর্ব বলেন, 'বাবার জানাজা আজ বাদ আসর ইকবাল রোড বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে৷'

অপূর্বর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক ও অভিনয়শিল্পীরা।

Comments

The Daily Star  | English

Plastic most lethal among all waste

Plastics are silently piling on the environmental miseries of Bangladesh, one of the most climate change-vulnerable countries in the world.

9h ago