ভুলভাবে চুল কাটায় সেলুনকে ২ কোটি রুপি জরিমানা   

মডেলের চুল ভুলভাবে কেটে ছোট করে দেওয়ায় ভারতের একটি সেলুনকে ২ কোটি রুপি (২ লাখ ৭১ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছেন দেশটির ভোক্তা আদালত।
ছবি: সংগৃহীত

মডেলের চুল ভুলভাবে কেটে ছোট করে দেওয়ায় ভারতের একটি সেলুনকে ২ কোটি রুপি (২ লাখ ৭১ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছেন দেশটির ভোক্তা আদালত।

৮ সপ্তাহের মধ্যে এ ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে গতকাল শুক্রবার এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ন্যাশনাল কনজ্যুমার ডিসপুটস রেড্রেসেল কমিশনের (এনসিডিআরসি) রায়ের বরাত দিয়ে এএফপি জানায়, আশনা রায় নামের ওই মডেল ২০১৮ সালে দিল্লির একটি শীর্ষ হোটেলের সেলুনে যান এবং সেখানকার হেয়ারড্রেসারকে চার ইঞ্চি পরিমাণ চুল ছেঁটে দিতে বলেন। কিন্তু, হেয়ারড্রেসার তার পুরো চুল কেটে মাত্র চার ইঞ্চি অবশিষ্ট রাখেন।  

লম্বা চুলের কারণে আশনা চুলের পণ্যের বিভিন্ন ফার্মে কাজের সুযোগ পেতেন। তাই চুল কেটে ফেলায় তিনি 'গুরুতর মানসিক আঘাত পান  ও ট্রমায় পড়ে যান ' বলে রায়ে উল্লেখ করা হয়। ‍

রায়ে আরও বলা হয়, আশনা ওই ঘটনায় 'প্রত্যাশিত কাজ হারিয়ে ফেলেন এবং বিশাল ক্ষতির মুখোমুখি হন। ফলে তার জীবনধারা পুরোপুরি বদলে যায় এবং শীর্ষ মডেল হওয়ার স্বপ্ন ভেঙে যায়।'

সেলুনটি চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। তবে, রায়ের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তারা।

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

21m ago