অঝরে কাঁদলেন সালমান খান!

বলিউড সুপারস্টার সালমান খান ভেঙে পড়লেন কান্নায়। আবেগ ধরে রাখতে পারলেন না 'বিগ বস ১৫'-এর মঞ্চে শেহনাজ গিলকে ফিরতে দেখে।
এই রিয়্যালিটি শোয়ের চূড়ান্ত পর্বে অতিথি হয়ে এসেছিলেন শেহনাজ। তাকে মঞ্চে দেখে বিগবসের উপস্থাপক সালমান খান বললেন, 'তোমাকে দেখে অনেক কিছু মনে পড়ে গেল।' এর পর আর কথা বলতে পারলেন না। অঝরে কাঁদলেন এই সুপারস্টার। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শেহনাজ গিলের প্রেমিক সিদ্ধার্থ শুক্লা। 'বিগ বস' প্রতিযোগিতার মাধ্যমেই দুজনার পরিচয়, প্রেম হয়েছিল।
সিদ্ধার্থের মৃত্যুর পর প্রথম 'বিগ বস'-এর মঞ্চে আসলেন শেহনাজ গিল। অনুষ্ঠানে দুজনই চোখ ভিজিয়েছেন।
Comments