‘অপরাজিত সত্যজিৎ’-এ ববিতা

বিশ্বনন্দিত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মের ১০০ বছর পূর্তিতে 'অপরাজিত সত্যজিৎ' শিরোনামের একটি বই প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টার।

সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' মুক্তি পেয়েছিল ১৯৫৫ সালের ২৬ আগস্ট। নির্মাতার জন্মশত বর্ষে তার প্রথম সিনেমার মুক্তির তারিখে বইটি প্রকাশ করা হয়েছে।

আটটি দেশের ৫৫ জনের লেখা রয়েছে এই বইটিতে। এর ভূমিকা লিখেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

নন্দিত অভিনেত্রী ববিতার লেখা বইটিতে স্থান পেয়েছে। সত্যজিৎ রায় পরিচালিত 'অশনি সংকেত'-এ অভিনয় করেছিলেন।

বর্তমানে কানাডায় থাকা ববিতা মুঠোফোনে গতকাল শনিবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এমন একটি গুরুত্বপূর্ণ বইয়ে আমার লেখা স্থান পেয়েছে তা আমার জন্যে ভীষণ ভালো লাগার। তারা বইটি প্রকাশ করার আগে বেশ কয়েকবার আমার সঙ্গে কথা বলেছিলেন। তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার লেখা সেখানে স্থান দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।'

'সত্যজিৎ রায় আমার জীবনের অনেক সফলতার সঙ্গে জড়িয়ে আছেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'তার "অশনি সংকেত"তে অভিনয় করা আমার চলচ্চিত্র-জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা।'

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago