অবশেষে জানা গেল আরিফিন শুভর নায়িকার নাম

অবশেষে জানা গেল আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা 'নূর' এর নায়িকার নাম। রায়হান রাফি পরিচালিত নির্মাণাধীন সিনেমাটিতে শুভ আগেই যুক্ত হয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন তিনি। সিনেমাটিতে তার নায়িকা হিসেবে থাকছেন ঐশী।

এর আগে 'মিশন এক্সট্রিম' সিনেমায় অভিনয় করেছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। যদিও দুই পর্বের সিনেমাটি এখনও মুক্তি পায়নি।

'নূর' সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি আজ বিকেলে নিশ্চিত করেছেন। কয়েকদিন আগেই ঐশী এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান তিনি।
Comments