আইসিইউতে ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ

খ্যাতিমান ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে সেখানে ভর্তি করা হয়েছে।
আজ রোববার চঞ্চল মাহমুদের স্ত্রী রাইনা মাহমুদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চঞ্চল মাহমুদ বিনোদন ও ফ্যাশন ফটোগ্রাফার আইকন হিসেবে পরিচিত। বাংলাদেশের মিডিয়া জগতে অসংখ্য তারকার ছবি তার ক্যামেরায় উঠে এসেছে। প্রয়াত নায়ক সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি থেকে শুরু করে নোবেল, সাদিয়া ইসলাম মৌ, তানিয়া আহমেদ, সুইটি, বিপাশা হায়াত, শমী কায়সার, আফসানা মিমিসহ আরও অনেক তারকা তার ক্যামেরায় আলোকিত হয়েছেন।
Comments