আজও পরীমনির পাশে ছিল না চলচ্চিত্রের কেউ

চিত্রনায়িকা পরীমনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ বুধবার সকাল ৯টা ৩৬ মিনিট বেরিয়ে আসেন।
গ্রেপ্তার পরবর্তী দিনগুলোর মতো আজও চলচ্চিত্রের কাউকে পাশে পাননি পরীমনি। চলচ্চিত্রের কেউই কারাফটকে তার সঙ্গে দেখা করতে যাননি।
এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান দ্য ডেইলি স্টারকে আজ দুপুরে বলেন, 'আমাদের কোনো সদস্য আজ সেখানে যাননি। আমার মা হাসপাতালে ভর্তি, তাই ইচ্ছা থাকলেও যেতে পারিনি। সভাপতি মিশা ভাই শুটিং করছেন ঢাকার বাইরে। তবে পরীমনি কারাগার থেকে মুক্তি পাওয়ায় একজন শিল্পী হিসেবে আমি স্বস্তি প্রকাশ করছি।'

পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন বলেন, 'আমাদের কেউ আজ সেখানে যাননি। আমি ঢাকার বাইরে শুটিং করছি। শুটিং না থাকলে একটা কিছু করা যেত।'
কাশিমপুর কারাগার থেকে বের হয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকার বনানীর বাসায় এসে পৌঁছান পরীমনি।
Comments