আজ পূর্ণিমার জন্মদিন

পূর্ণিমা। ছবি: স্টার

পূর্ণিমা যখম নবম শ্রেণির শিক্ষার্থী তখন তার প্রথম সিনেমা মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত সেই সিনেমার নাম ছিল ‘এ জীবন তোমার আমার’। এতে তার বিপরীতে নায়ক ছিলেন রিয়াজ। সিনেমাটি ১৯৯৮ সালের ১৫ মে মুক্তি পেয়েছিল। তারপর পেরিয়ে গেছে দুই দশক। সিনেমার আকাশে এখনো জ্বলজ্বলে তারা হয়ে আছেন পূর্ণিমা।

আজ ১১ জুলাই, ১৯৮১ সালের এদিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পারিবারিক নাম দিলারা হানিফ রিতা। কিন্তু, পূর্ণিমা নামেই তিনি সবার কাছে পরিচিত। আজ এই চিত্রনায়িকার জন্মদিন।

পূর্ণিমা অভিনীত প্রথম সফল সিনেমা ‘মনের মাঝে তুমি’। এটির পরিচালক মতিউর রহমান পানু। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমার গানগুলোও খুব আলোচিত হয়েছিল।

খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত সাহিত্যনির্ভর সিনেমা ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি ও সুভা’য় অভিনয় করেছেন পূর্ণিমা। ‘সুভা’ সিনেমাতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। সাহিত্যনির্ভর তিনটি সিনেমাতেই পূর্নিমার অভিনয় প্রশংসিত হয়।

এসএহক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ সিনেমাটি মুক্তি পর আলোচিত হয়। হৃদয়ের কথা সিনেমার গানগুলোও তুমুল জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘বলে তো দিয়েছি হৃদয়ের কথা’ ও ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’ গান দুটি। এরপর এসএহক অলিক পরিচালিত ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ মুক্তি পায়। এই সিনেমা দুটিতে তার বিপরীতে ছিলেন রিয়াজ। এই জুটি প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন।

পূর্ণিমা। ছবি: স্টার

২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

পূর্ণিমা শুধু অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেননি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা দিয়েও মন জয় করেছেন দর্শকদের। তার সাবলীল উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ ও ‘পূর্ণিমার আলো’ অনুষ্ঠান দুটি দর্শকের মনে গেঁথে আছে। 

পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার শুটিং শেষ পর্যায়ে আছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে নজরুল ইসলাম পরিচালিত ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জন্মদিনে পূর্ণিমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা মহামারির সময়ে জন্মদিন নিয়ে তেমন কোনো আয়োজন নেই। বাসাতেই থাকছি সারাদিন। বন্ধু-সহকর্মীদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছি। তাদের এতো এতো  ভালোবাসায় আমি মুগ্ধ। অন্যরকমের অনুভূতি কাজ করে জন্মদিনে। সহকর্মীরা বিভিন্ন সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করে। সেসব দেখে স্মৃতিকাতর হয়ে পড়ি। সবার ভালোবাসা পাওয়া একজন শিল্পী হিসেবে আমার বড় প্রাপ্তি।’

Comments

The Daily Star  | English
rohingya-migration

Persecuted by AA, Rohingyas fleeing to Bangladesh

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

12m ago