আপন ২ ভাই বঙ্গবন্ধুর চরিত্রে

জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাশ ও অভিনেত্রী শাহনাজ খুশির ২ ছেলে দিব্য ও সৌম্য। তারা ২ জনই ২ সিনেমায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরবেলার চরিত্রে অভিনয় করছেন।
শ্যাম বেনেগাল পরিচালিত 'বঙ্গবন্ধু' সিনেমায় অভিনয় করেছে দিব্য। বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে তিনি ভারতে গিয়ে শুটিং করে এসেছেন।
দিব্যর ভাই সৌম্য অপর এক সিনেমায় বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। 'টুঙ্গীপাড়ার দুঃসাহসী খোকা' সিনেমাটি পরিচালনা করবেন মুশফিকুর রহমান গুলজার। টুঙ্গীপাড়ায় এর শুটিং শুরু হবে আগামী ৬ অক্টোবর। এরপর শুটিং হবে এফডিসিতে।
সরকারি অনুদানের সিনেমা 'টুঙ্গীপাড়ার দুঃসাহসী খোকা'য় অভিনয়ের বিষয়ে সৌম্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এ জন্য অনেক প্রস্তুতি নিচ্ছি। এই সিনেমায় আমাকে বঙ্গবন্ধুর কিশোরবেলা থেকে কলেজ জীবন পর্যন্ত দেখা যাবে।'
দিব্য ডেইলি স্টারকে বলেন, 'শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্রে অভিনয় আমার জন্যে অনেক বড় বিষয়। ইতিহাসের অংশ হতে পেরে ভীষণ আনন্দিত আমি।'
অভিনেত্রী শাহনাজ খুশি ডেইলি স্টারকে বলেন, 'আমি চাই আমার ২ সন্তান ভালো মানুষ হোক। সেই সঙ্গে চাই তারা অভিনয় করে মানুষের ভালোবাসা অর্জন করুক।'
Comments