আরিফিন শুভর বঙ্গবন্ধু লুক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন চরিত্রের উপর নির্মিত বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমার চিত্রায়ন শেষ হয়েছে ঢাকায়।
ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন চরিত্রের উপর নির্মিত বায়োপিক 'বঙ্গবন্ধু' সিনেমার চিত্রায়ন শেষ হয়েছে ঢাকায়।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অংশের দুটি স্থির চিত্র দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। যেখানে আরিফিন শুভকে 'বঙ্গবন্ধুর লুকে' দেখা যাচ্ছে।

চলতি বছরের ২১ জানুয়ারি ভারতে বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং শুরু হয়। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদী।

ছবি: সংগৃহীত

২০২২ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে পারে সিনেমাটি।

বায়োপিকে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। আরও আছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দীঘি, তৌকির আহমেদ, রিয়াজ, ফজলুর রহমান বাবু, তুষার খানসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Girls ace SSC again

Girls have done better than boys in terms of pass rate in the SSC exams eight years in a row, and they have also outdone boys in achieving GPA-5 for seven consecutive years.

26m ago