ঈদের ৭ দিনে টেলিভিশনে ৭ সিনেমা
ঈদের ৭ দিন ৭টি নতুন সিনেমা প্রদর্শনী হবে চ্যানেল আইতে। ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে সিনেমাগুলো।
ঈদের দিন দেখানো হবে নূরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা 'লাল মোরগের ঝুঁটি'। এ সিনেমায় অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে তানিম রহমান পরিচালিত 'ন ডরাই'। এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ প্রমুখ।
তৃতীয় দিন ফাখরুল আরেফিন খান পরিচালিত 'গণ্ডি'। এতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা।
চতুর্থ দিন প্রচারিত হবে প্রসুন রহমান পরিচালিত 'ঢাকা ড্রিম'। এতে সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু প্রমুখ।
ঈদের পঞ্চম দিন এইচ আর হাবিব পরিচালিত 'ছিটমহল' প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ।
ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে 'চন্দ্রাবতী কথা'। সিনেমাটি পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী। এতে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ।
ঈদের ৭ম দিন দেখা যাবে রিয়াজুল রিজু পরিচালিত 'বাপজানের বায়োস্কোপ'। এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
Comments