ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার 'শান'

সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা 'শান' আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে মুক্তির এই নতুন দিন নিশ্চিত করা হয়েছে।
শান মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ৭ জানুয়ারি। কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়।

সিয়াম বলেন, 'শান ছবিটি বড় একটি প্রজেক্ট। পুরো টিম অনেক অনেক আন্তরিকতা দিয়ে ছবিটিতে কাজ করেছি। দর্শকদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ। আশা করি ঈদে ছবিটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বড়িয়ে দেবে।'
নির্মাতা এম রাহিম বলেন, 'বিগ বাজেটের ছবি শান। এটা আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই একটি ছবি। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও মুক্তি দিতে পারিনি। সেটা করোনার কারণে। এবার সব ঠিক থাকলে ঈদে শান মুক্তি পাবে।'

শানের গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
সিয়াম ও পূজা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস।
Comments