ঈদে হানিফ সংকেতের ‘যুগের হুজুগে’

প্রতি ঈদে নাটক নির্মাণ করেন খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেত। এবারের ঈদে তিনি নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক ‘যুগের হুজুগে’।
হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

প্রতি ঈদে নাটক নির্মাণ করেন খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেত। এবারের ঈদে তিনি নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক ‘যুগের হুজুগে’।

ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নাটকটি।

এবার একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তান নিয়ে গড়ে উঠেছে যুগের হুজুগে নাটকটির গল্প।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ঢাকার ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকের শুটিং হয়েছে। এর চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন বুলু।

নাটক প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘আমি নিয়মিত নাটক নির্মাণ করি না। বছরে মাত্র দুটি নাটক নির্মাণ করি। তাই এমনভাবে নাটক নির্মাণের চেষ্টা করি, যেন পরিবারের সবাই মিলে দেখতে পারেন। নাটকের গল্পের মাধ্যমেও সমাজের ক্ষতগুলোকে তুলে ধরার চেষ্টা সবসময় থাকে। প্রযুক্তির যেমন সু-যুক্তি আছে, তেমনি কু-যুক্তিও আছে। অর্থাৎ কেউ বা নাচে যুগের তালে, কেউ বা হুজুগেই নাচে। প্রযুক্তিকে কু-যুক্তিতে ব্যবহারের লোক আছে। প্রযুক্তির প্রভাবে সম্পর্কের কী অবনতি ঘটে সেসব বিষয় নাটকটিতে তুলে ধরার চেষ্টা করেছি।’

যুগের হুজুগে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিণয় ভদ্রসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Labour bill sent to freezer

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a bill back to parliament for reconsideration and the bill is the newly amended labour law.

3h ago