ঈদ এলে ছেলেবেলার কথা মনে পড়ে: জাহিদ হাসান

জাহিদ হাসান টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ। চলচ্চিত্রে অভিনয় করেও একাধিকবার পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার ঈদুল ফিতরে তিনি ঢাকায় আছেন। ঈদে তার অভিনীত নাটক প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেলে।
সেসব নিয়ে জাহিদ হাসানের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি স্টার।
ঈদের ছুটিতে কোথায় থাকছেন?
জাহিদ হাসান: এবারের ঈদে ঢাকায় আছি। পরিবারের সঙ্গে ঈদ করব। তবে ঈদের পরের দিন সিরাজগঞ্জ যাব গ্রামের বাড়িতে। এটা বহু বছর ধরে করে আসছি। সিরাজগঞ্জেও ঈদ করেছি অনেকবার। ওখানে গেলে অন্যরকম অনুভূতি কাজ করে। হাজার হলেও নিজের এলাকা।

এখন ঈদ এলে কেমন লাগে?
জাহিদ হাসান: ঈদ এলে ভালো লাগে। ভীষণ ভালো লাগে। এখন সন্তানদের আনন্দই আমার আনন্দ। ওদের দেখে ছেলেবেলার ঈদের কথা মনে পড়ে। কী মধুর ছিল সেসময়কার ঈদ। ছেলেবেলার ঈদ এলেই নতুন জামা পেতাম। আবার ঈদের চাঁদ দেখার জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম। এখনো ঈদ এলে সেইসব দিনের কথা মনে পড়ে।
ঈদের অবসরে নাটক দেখা হয়?
জাহিদ হাসান: দেখা হয়। চেষ্টা করি সবার নাটক দেখতে। যতটা সম্ভব দেখি। এবারও দেখার ইচ্ছে আছে। এই সময়টায় অনেক নাটক নির্মিত হয়। দর্শকরাও আগ্রহ নিয়ে দেখেন। সব মিলিয়ে একটা উৎসব উৎসব পরিবেশ বিরাজ করে।

এই সময়ে এসে চাওয়া কী?
জাহিদ হাসান: আমার চাওয়া সৃষ্টিকর্তার কাছে। তিনি যেন সুস্থ রাখেন। সবার ভালোবাসা নিয়ে আরও অনেকদিন পথ চলার সুযোগ দেন। দর্শকদের কাছে চাওয়া তারা যেন আমার জন্য আশীর্বাদ করেন। তাদের ভালোবাসার জন্যই আজকের আমি।
Comments