এফডিসির গেটে জনসমুদ্র

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসির গেটে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় সরেজমিনে দেখা গেছে, ভোট ও তারকাদের দেখতে এফডিসি গেট জনসমুদ্রে পরিণত হয়েছে।
এফডিসির গেটে মানুষ ভিড় জমানোয় কারওয়ান বাজার রেলগেট থেকে হাতিরঝিল মোড় পর্যন্ত সড়কের জ্যামের সৃষ্টি হয়েছে। হাজারও মানুষের ভিড় সামলামতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সদস্যরা জানান, শিল্পী সমিতির নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
তবে সরেজমিনে দেখা যায়, এফডিসির ভিতরে বৈধ পরিচয়পত্র থাকার পরেও অনেকেই বাধার মুখে পড়ছেন। একাধিক গণমাধ্যমকর্মীর অভিযোগ পুলিশ সদস্যদের বৈধ পরিচয়পত্র দেখানোর পরেও দুর্বব্যহার করছেন।
গেটে ভিড় হলেও এফডিসির ভিতরে মানুষের ভিড় তুলনামূলক কম ছিল। তবে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
Comments