এবার পর্দায় আসছে সালমান খানের জীবনের গল্প

এবার পর্দায় আসছে বলিউডের 'ভাইজান' খ্যাত অভিনেতা সালমান খানের জীবনের গল্প।
তার জীবনে ঘটে যাওয়া বিতর্ক, না পাওয়া প্রেম ও আইনি জটিলতা থেকে শুরু করে বলিউড সিনেমার রঙিন জীবন থাকবে সেই গল্পে।
ভারতের গণমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে, সালমান খানকে নিয়ে একটি তথ্যচিত্রের সিরিজ তৈরির বিষয়ে কথা চলছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ওটিটি প্ল্যাটফর্ম কয়েক পর্বে ওই তথ্যচিত্রের সিরিজ প্রচার করবে।
তথ্যচিত্রটিতে থাকবে সালমান খানের তিন দশকের ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্তের গল্প, তার সঙ্গে কাজ করা অভিনেতা, পরিচালক, প্রযোজক ও লেখকসহ পরিবারের সদস্যদের সাক্ষাৎকার।
এর আগেও বলিউডের বেশ কয়েকজন অভিনয় শিল্পীকে নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মিত হয়েছে।
Comments