এবার প্রশংসায় জয়ার গান

জয়া আহসান অভিনীত সিনেমা 'বিনিসুতোয়' সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ পরিচালিত সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই তা প্রশংসিত হচ্ছে দর্শকদের কাছে।
মাত্র একটি সিনেমাহলে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি 'সুখের মাঝে তোমায় দেখেছি' রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন জয়া। তার কণ্ঠে গানটির প্রশংসা করেছেন অনেকে।
সিনেমায় জয়া আহসানের অভিনয় ও গান নিয়ে উচ্ছ্বসিত কলকাতার শীর্ষ গণমাধ্যম।
প্রতিবেদনে কাজল চরিত্রে ঋত্বিক ও শ্রাবণীর ভূমিকায় জয়া আহসানের অনবদ্য অভিনয়ের প্রশংসা করা হয়েছে। পাশাপাশি, জয়ার গানের প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে ইতিবাচকভাবে।
'বিনিসুতোয়' আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন ও খেয়া চট্টোপাধ্যায়।
Comments