করোনা আক্রান্ত মোস্তফা সরয়ার ফারুকী

Mostofa Sarwar Farooki
চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। স্টার ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও পজিটিভ আমি। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।'

কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান'। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, মারিয়া নূর প্রমুখ।

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

10m ago