কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ হবে ‘মুজিব’ বায়োপিকের টিজার

বঙ্গবন্ধু বায়োপিকে আরিফিন শুভ। স্টার ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অফ আ নেশন' এর টিজার কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হবে। আগামী মে মাসে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আয়োজনে টিজারটি প্রদর্শিত হবে।

যুক্তরাষ্ট্রের সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশন চলছে। বিশ্ব চলচ্চিত্রের বাজার ধরতে মে মাসে কান উৎসবে সিনেমাটির একটি টিজার উন্মোচন করা হবে। কেননা বিশ্বের যে কোনো উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন এই উৎসবে। আশা করছি কানের পরিবেশকেরা সিনেমাটির প্রতি আগ্রহী হবেন।'

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের প্রথম পোস্টার। ছবি: সংগৃহীত

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে 'মুজিব' সিনেমার অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটি তুলে ধরা হয়েছে।

সিনেমার পোস্টারে জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্য রাখা হয়েছে। সিনেমার নাম 'মুজিব: একটি জাতির রূপকার'।

'মুজিব' বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনয় শিল্পী কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে আছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন পিয়া বেনেগাল।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

5h ago