গানে-অভিনয়ে পড়শী
সাবরিনা পড়শীকে ঈদে কণ্ঠশিল্পী ও অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে। সাজিন আহমেদ বাবু পরিচালিত 'মারিয়া ওয়ান পিস' নাটকে পড়শী অভিনয়ে করেছেন কলকাতার ঋষি কৌশিকের বিপরীতে। এ ছাড়াও, ৫টি নাটকে গান গেয়েছেন পড়শী।
মহিদুল মহিম পরিচালিত 'নসিব' নাটকে পড়শী গান গেয়েছেন 'একটা গল্প শোন' শিরোনামে। তার সহশিল্পী ছিলেন আভরাল সাহির। গানটি লিখেছেন এমএ আলম শুভ।
'হাঙর' নাটকে পড়শি গেয়েছেন 'আকাশ হবো তোমার' শিরোনামের গান। গানের কথা, সুর-সংগীত ও দ্বৈতকণ্ঠ দিয়েছেন আভরাল সাহির।
জাকারিয়া সৌখিন পরিচালিত 'ওয়েডিং' নাটকে আভরাল সাহিরের সঙ্গে জুটি হয়ে গেয়েছেন 'পারব না' শিরোনামের গান। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে আভরাল সাহির।
মহিদুল মহিম পরিচালিত 'প্রিয়জন' নাটকে পড়শী ও সাগর গেয়েছেন 'তবে চল বলি এই পৃথিবীটাকে' শিরোনামের গান। স্নেহাশিস ঘোষের লেখা গানটির সুর করেছেন ইমরান।
'মারিয়া ওয়ান পিস' নাটকে 'এই প্রথম বার' গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। গানের কথা লিখেছেন এমএ আলম শুভ। সুর-সংগীতে আভরাল সাহির।
Comments