জন্মদিনে মাকে খুব মনে পড়ছে: মোনালিসা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। ক্যারিয়ারের শুরুতে ফেয়ার অ্যান্ড লাভলীর মডেল হয়ে আলোচনায় আসেন এই তারকা। তারপর লিলি কসমেটিকসের বিজ্ঞাপন করে পান ব্যাপক পরিচিতি।
আজ মঙ্গলবার জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটিতে দেশে নেই তিনি। অনেক বছর ধরেই আমেরিকায় পাড়ি জমিয়েছেন তিনি।
দুই দিন আগে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা হয় মোনালিসার। জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, 'সত্যি কথা বলতে বিশেষ দিনে পরিবারকে খুব মিস করছি। পরিবারের সবার কথা মনে পড়ছে। মাকে খুব মনে পড়ছে।'
তিনি আরও বলেন, 'জন্মদিনে দেশে থাকলে মায়ের হাতের প্রিয় খাবারগুলো খাওয়া হতো। জমিয়ে গল্প হতো।'
'কোভিডের জন্য ইচ্ছে থাকার পরও দেশে ফিরতে পারিনি,' বলেন তিনি।
প্রবাসে জন্মদিন কিভাবে কাটবে? এমন প্রশ্নের জবাবে মোনালিসা বলেন, 'খুব সুন্দরভাবে কাটবে দিনটি। আসলে এই দিনে প্রচুর মানুষের শুভেচ্ছা পাই। মানুষের আশীর্বাদও পাই। এটাই বড় উপহার জন্মদিনের।'
মোনালিসার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে-অ্যাভারেজ আসলাম, ভালো থেকো ফুল মিষ্টি বকুল, কাগজের ফুল, বয়স যখন উনিশ, বাজি, চম্পাকলি, অল রাউন্ডার, সিকান্দার বকস এখন বিরাট মডেল।
Comments