জাতীয় শোক দিবসে ‘আগস্ট ১৯৭৫’ অ্যাপে মুক্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও এরপরের নানা ঘটনা নিয়ে নির্মিত 'আগস্ট ১৯৭৫' সিনেমাটি সেন্সরবোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে।
তবে এটি এখনই সিনেমা হলে মুক্তি দিতে চাচ্ছেন না প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
প্রতিষ্ঠানটি দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, সিনেমা হল নিয়মিতভাবে চালু হওয়ার পরই এটি সিনেমা মুক্তি দেওয়া হবে। এর আগে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সিনেবাজ অ্যাপে মুক্তি পাবে এটি।
সিনেমাটি বিনামূল্যে দর্শক দেখতে পাবেন বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।
'আগস্ট ১৯৭৫' এর কাহিনী ও চিত্রনাট্যকার শামীম আহমেদ রনী ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেষ রাত থেকে ১৬ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাফন পর্যন্ত কী ঘটেছিল সেই ইতিহাসের আলোকেই।'
'গতকাল এটি সেন্সর বোর্ডে আনকাট অনুমোদন পেয়েছে জেনে ভালো লাগছে,' যোগ করেন তিনি।
সিনেমাটিতে অভিনয় করেছেন দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তৌকীর আহমেদ, শহিদুজ্জামান সেলিম, ফলজুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, তানভীন সুইটি, তাসকিন রহমান, মাজনুন মিজান, শাহেদ আলী, তুষার খান, মাসুমা রহমান নাবিলা ও আমান রেজা।
Comments