জেলে পল্লীর সাহসী নারীর গল্প ‘জাহানারা’

অনন্য মামুন পরিচালিত ওয়েব ফিল্ম 'জাহানারা'। এটি প্রথমে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এবং পরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সম্প্রতি ওয়েব ফিল্মটির প্রিমিয়ার হয়েছে।
অনন্য মামুন বলেন, 'একটি জেলে পল্লী ও তার অগ্রযাত্রায় এগিয়ে আসা একজন নারীর সাহসী ভূমিকা নিয়ে এই ওয়েব ফিল্মের গল্প। আমরা চেষ্টা করেছি ভালো কিছু দর্শককে দেখাতে। জাহানারা প্রথমে বিশ্বের কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে তারপরে এটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। আমার কাজের ধরনের বাইরে একটি অন্যধরনের কাজ হয়েছে বলে মনে করি।'
অভিনেতা সজল নূর বলেন, 'এই কাজের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। প্রিমিয়ার শো দেখার পর অনেকের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। এখন মুক্তির অপেক্ষায় আছি। আশা করছি সবার ভালো লাগবে।'
অভিনেত্রী সাজিয়া হক মিমি বলেন, 'এই ওয়েব ফিল্মের নাম ভূমিকায় অভিনয় করেছি। এর সঙ্গে যুক্ত সবার কাছে আমি কৃতজ্ঞ। এমন একটি প্রজেক্টে আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ।'
'জাহানারা' ওয়েব ফিল্মটি ক্রিয়েটিভ মিডিয়া ভিশন (বিডি) এর প্রথম প্রযোজনা। সুদীপ্ত সাইদ খানের সংলাপ রচনায় এতে অভিনয় করেছেন- সজল নূর, সাজিয়া হক মিমি, শাকিলা পারভিনসহ অনেকে।
Comments