অডিশন দিয়েই শুভ’র নায়িকা ঐশী

রায়হান রাফী পরিচালিত 'নূর' সিনেমার শুটিং শুরু হয়েছে আজ রোববার থেকে। পাবনায় সিনেমাটির শুটিং করা হচ্ছে। এতে নায়িকার চরিত্রে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' খ্যাত এই নায়িকা আরিফিন শুভ'র বিপরীতে অভিনয় করছেন। শুটিংয়ের অবসরে আজ দুপুরে মুঠোফোনে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে-

'নূর' সিনেমার সঙ্গে কীভাবে যুক্ত হলেন?
সিনেমাটির সঙ্গে মাসখানেক আগে যুক্ত হয়েছি। বলা নিষেধ ছিল তাই চুপ ছিলাম। অডিশন দিয়েই সিনেমায় যুক্ত হয়েছি। ছবি সংশ্লিষ্ট কয়েকজন আমাকে অডিশনের কথা বলেছিলেন।
আমাদের দেশে তো অডিশনের বিষয়টা নেই বললেই চলে। এই বিষয়কে কীভাবে দেখেন?
সিনেমার চরিত্রের জন্য তারা অডিশনের বিষয়টা গুরুত্ব দিয়েছিলেন। এ কারণে আমি অডিশন দিয়েছি। তারা আমাকে চরিত্রের জন্য যোগ্য মনে করেছে, তাই নির্বাচিত করেছেন। কোরবানির ঈদের পর আমার সঙ্গে কথাবার্তা অডিশন চুক্তির বিষয়গুলো সম্পন্ন হয়েছে।

সিনেমা নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখেন?
আমি প্রথমে প্রাধান্য দিয়ে থাকি সিনেমার গল্প। তারপর পরিচালক কে সেটা মাথায় রাখি। এই দুইটা ঠিকঠাক থাকলে আর কোনো চিন্তা থাকে না আমার। যে সিনেমাগুলোতে অভিনয় করেছি এই বিষয়গুলো ঠিকঠাক ছিল বলেই করেছি। আগামীতেও এগুলো ঠিক রেখে সিনেমা হাতে নেব। 'নূর' সিনেমায় আমার চরিত্র ও গল্প দারুণ। পুরোপুরি প্রেমের গল্পের সিনেমা এটি।

সহশিল্পী নায়ক হিসেবে আরিফিন শুভকে কেমন মনে হয়েছে আপনার?
আমার অভিনীত প্রথম সিনেমা 'মিশন এক্সট্রিম'-এর নায়ক হিসেবে তাকে পেয়েছি। বিষয়টা আমার জন্য অনেক ভালোলাগার। অভিনয়ের বিষয়ে তিনি অনেক আন্তরিক এবং হেল্পফুল। তার সঙ্গে আবার দ্বিতীয় সিনেমায় অভিনয় করছি। আশা করছি পর্দায় দারুণ কিছু হবে।

করোনাকালে এবারই প্রথমে শুটিং করলেন নাকি আগেও শুটিং করেছেন?
আগে শুটিং করা সিনেমাগুলোর কিছু কিছু অংশের শুটিং বাকি ছিল। সেগুলোর শুটিং করেছি। তবে, লকডাউনের পর এই প্রথম নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিলাম। পাবনাতে আগামী ২০ দিন মতো চলবে এই সিনেমার শুটিং।
Comments