অভিনেতা মীর সাব্বির যখন গীতিকার

মীর সাব্বির টেলিভিশন নাটকে অভিনয় করছেন ২২ বছর ধরে। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি অনেকগুলো নাটক পরিচালনা করছেন তিনি। এবার তাকে পাওয়া গেল গীতিকার হিসেবে।
প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি। সরকারি অনুদানের সিনেমা 'রাত জাগা ফুল' মুক্তি পাবে আগামী ৩১ ডিসেম্বর।
এই সিনেমায় অভিনেতার পাশাপাশি ৫টি গানের গীতিকারও তিনি। এর মধ্যে ৪টি গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, নচিকেতা, রাহুল আনন্দ, হৃদয় খান। অপর গানের কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল ও এসআই টুটুল।
সিনেমার টাইটেল গান গেয়েছেন মমতাজ।
মীর সাব্বির দ্য ডেইলি স্টারকে বলেন, 'লেখালেখি ভালো লাগে। অভিনয় ও পরিচালনায় ব্যস্ত থাকলেও এই কাজটিও নিরবে করি প্রচণ্ড ভালোবাসা নিয়ে। সেভাবেই ৫টি গান লেখা। আমার বিশ্বাস সিনেমাটি মুক্তি পেলে গানগুলো সবাইকে ছুঁয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'সিনেমার ৫টি গান ৫ ধরণের। শিল্পীরা যত্ন করে গানগুলো গেয়েছেন।'
Comments