আজ শাবনূরের জন্মদিন

নায়িকাদের কী বয়স বাড়ে? নাকি বাড়তে হয়! স্বপ্নের প্রিয় নায়িকারা দর্শকের মনে বেঁচে থাকেন অনন্তকাল। বাংলা চলচ্চিত্রের তেমন একজন স্বপ্নের নায়িকা শাবনূর। নতুন প্রজন্মের প্রায় সব নায়িকার প্রিয় তালিকায় আছেন তিনি। আজ শাবনূরের জন্মদিন।
অভিনেত্রী শাবনূর। ছবি: সংগৃহীত

নায়িকাদের কী বয়স বাড়ে? নাকি বাড়তে হয়! স্বপ্নের প্রিয় নায়িকারা দর্শকের মনে বেঁচে থাকেন অনন্তকাল। বাংলা চলচ্চিত্রের তেমন একজন স্বপ্নের নায়িকা শাবনূর। নতুন প্রজন্মের প্রায় সব নায়িকার প্রিয় তালিকায় আছেন তিনি। আজ শাবনূরের জন্মদিন।

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর শাবনূর জন্মগ্রহণ করেন। আজ ৪২ বছরে পা রাখলেন এই অভিনেত্রী। শাবনূরের ডাকনাম নূপুর এবং পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর।

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। সেখান থেকে গতকাল দ্য ডেইলি স্টারকে হোয়াটসঅ্যাপে বলেন, 'খুব ইচ্ছে ছিল এবার বাংলাদেশে গিয়ে জন্মদিন উদযাপন করবো। করোনার কথা ভেবে দেশে আসতে পারলাম না। দেশে আসতে না পারলেও জন্মদিনে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও প্রকাশ করবো। ভক্তদের জন্য এটাই হবে ভালোবাসার উপহার।'

'প্রতিদিন দেশের কোনো না কোনো টেলিভিশন চ্যানেল আমার অভিনীত সিনেমা প্রচারিত হয়। ভক্তরা সেসব নিয়ে ফেসবুক পেজে তাদের মতামত জানান। এসব দেখে ভালো লাগে। অভিনয়ে ফেরার ইচ্ছা আছে। তবে সিনেমার গল্প, চরিত্র সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে নিতে হবে,' বলেন তিনি।

শাবনূর আরও বলেন, 'আবার সংসার নিয়ে ভাবছি না এখন। একমাত্র ছেলে আইজান সবকিছু। তাকে মানুষের মতো মানুষ করতে হবে। ছেলে ছাড়া অন্যকিছু নিয়েই  ভাবছি না। আমার ছেলে আমার সবকিছু।'

১৯৯৩ সালে খ্যাতিমান পরিচালক এহতেশামের 'চাদঁনী রাতে' চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় শাবনূরের। প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে 'তুমি আমার', 'স্বপ্নের ঠিকানা', 'আনন্দ অশ্রু', 'তোমাকে চাই', 'সুজন সখী'সহ ১৪টি সিনেমায় অভিনয় করেন শাবনূর। এই জুটির প্রায় প্রতিটি চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পায়।

এছাড়া, মান্না, রিয়াজ, শাকিব খান, ফেরদৌসের বিপরীতেও অভিনয় করেছেন তিনি।

২০০৫ সালে 'দুই নয়নের আলো' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

প্রায় ৮০ টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। ২০১২ সালে ২৮ ডিসেম্বর তিনি বিয়ে করেন। ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রবাসী অনীক মাহমুদের সঙ্গে তার বিচ্ছেদ হয়। আইজান নামে একটি পুত্র সন্তান আছে।

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

27m ago