আপাতত হচ্ছে না মিমের হানিমুন

গত ৪ জানুয়ারি বিয়ে করার পর আজ মঙ্গলবার রাতে হানিমুনের জন্য মালদ্বীপে যাওয়ার কথা ছিল ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দারের। তবে, তাদের এই পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

মিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সনির করোনা পজিটিভ এসেছে। এ জন্যই আজ রাতে হানিমুনে যাওয়া হচ্ছে না।'

হানিমুনের জন্য মালদ্বীপকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, 'পৃথিবীর অনেক দেশে ঘুরেছি, কিন্তু মালদ্বীপে কখনো যাওয়া হয়নি। সেজন্যই স্বামীকে নিয়ে প্রথমবার যেতে চেয়েছিলাম দেশটিতে।'
হানিমুনের পরিকল্পনা বাতিল হলো নাকি পিছিয়ে গেল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যদি সবকিছু ঠিক থাকে তাহলে হানিমুন হবে ফেব্রুয়ারিতে। লকডাউন না হলে এবং করোনার প্রকোপ কমে গেলে ওই সময়ে যাব।'
Comments