আমি শাকিব খানের মালা: পূজা চেরি

শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হয়ে অভিনয় করবেন পূজা চেরি। এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমায় অভিনয়ের কথা অবশেষে স্বীকার করেছেন পূজা।
পূজা চেরি। ছবি: স্টার

শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হয়ে অভিনয় করবেন পূজা চেরি। এস এ হক অলিক পরিচালিত 'গলুই' সিনেমায় অভিনয়ের কথা অবশেষে স্বীকার করেছেন পূজা।

আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে তিনি শাকিব খানের সঙ্গে জুটি হওয়ার কথা জানিয়েছেন।

পূজা চেরি বলেন, 'এই সিনেমায় শাকিব খানের মালা চরিত্রে অভিনয় করছি। চরিত্রের প্রয়োজনে ৮ কেজি ওজন বাড়িয়েছি। সিনেমার চরিত্রের প্রয়োজনে আজ চুল ঠিক করতে পার্লারে এসেছি।'

তিনি আরও বলেন, 'বড় লোকের মেয়ের চরিত্রে অভিনয় করছি। আগামীকাল টাঙ্গাইলে আমার শুটিং শুরু হবে। শাকিব খানের বিপরীতে নায়িকা হয়েছি। এটা আমার জন্যে অনেক আনন্দের। বাকিটা দর্শকরা বলবেন সিনেমা মুক্তির পর।'

আজ 'গলুই'র শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন 'পোড়ামন ২' অভিনেত্রী।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, পূজা চেরি, সুচরিতা, আলীরাজ ও আজিজুল হাকিম।

Comments

The Daily Star  | English

Semiconductors can be the new RMG

Bangladesh's endeavour to become a knowledge-based economy has already gained significant momentum

4h ago