এক নজরে শাকিব খানের নায়িকা কোর্টনি কফি

চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’র মহরত হয়ে গেল তার জন্মদিনে। যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমায় অন্যতম চমক মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা 'রাজকুমার'র মহরত হয়ে গেল তার জন্মদিনে। যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমায় অন্যতম চমক মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

নতুন এই সিনেমার মহরতে উপস্থিত ছিলেন কোর্টনি।

কোর্টনি কফি। ছবি: নিহার সিদ্দিকী

'রাজকুমার'র পরিচালক হিমেল আশরাফ বলেন, 'যুক্তরাষ্ট্রের একটি পেশাদার এজেন্সির মাধ্যমে অভিনেত্রী বাছাই করা হয়েছে। সেই এজেন্সি প্রথমে ৮৭ জনের একটি তালিকা দেয়। সেখান থেকেই নানান পর্বে বাছাই শেষে কোর্টনিকে পছন্দ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'নায়িকা হওয়ার জন্য ৮৬ জন যোগাযোগ করেন। তাদের প্রোফাইল দেখে প্রাথমিকভাবে ৪০ জনকে অডিশনের জন্য ডাকা হয়। প্রাথমিক বাছাইয়ে থাকা ৪০ জন থেকে আবার অডিশনের মাধ্যমে ১০ জনকে রাখা হয়। সেখান থেকে টপ থ্রি নির্বাচন হয়। তারপর অভিনয়, লুক, ডান্স সবকিছু যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়।'

শাকিব খান ও কোর্টনি কফি। ছবি: নিহার সিদ্দিকী

শাকিব খানের নায়িকা কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেছেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্ম 'দ্য স্ট্রম', 'কারেন্টলি দ্য ডিবেট', 'এভেঞ্জিং এঞ্জেলস' এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এ ছাড়াও তিনি থিয়েটারে অভিনয় করেছেন 'মিডসামার নাইটস ড্রিম', 'জুরি ডিউটি দ্য মিউজিক্যাল' এ।

কোর্টনি কফি। ছবি: নিহার সিদ্দিকী

'রাজকুমার' সিনেমাটি এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে। প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। এই সিনেমার অপর প্রযোজক কাজী রিটন।

ছবিঃ নিহার সিদ্দিকী

Comments

The Daily Star  | English

PUST postpones Turkey lift-inspection tour

The Pabna University of Science and Technology (PUST) today postponed a tour of Turkey, which was set to be undertaken by a six-member team to inspect lifts, after the president told the university to do so

4h ago