জামিনের পর প্রথম শুটিংয়ে পরীমনি

মাদক মামলায় জামিন পাওয়ার পর আগামী ১৫ অক্টোবর প্রথম শুটিংয়ে অংশ নেবেন পরীমনি।
আজ সোমবার গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'গুনিন' সিনেমার শুটিংয়ে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া গেছে শুটিং টিম। সেখানে কয়েকদিন থেকে রিহার্সাল করে ১৫ অক্টোবর থেকে টানা একসপ্তাহ শুটিং চলবে।
সিনেমায় পরীমনির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করবেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।
শুটিং এলাকায় ভিড় এড়াতে ব্রাহ্মণবাড়িয়া কোথায় শুটিং হবে তা গোপন রাখা হয়েছে।
Comments