‘ঢাকায় এক নম্বর সিনেমা শান’

শানের প্রচারণায় সিয়াম ও পূজা। ছবি: স্টার

'শান' মুক্তির প্রথম দিন থেকেই ঢাকার সিনেমা হল ও সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দাপটের সঙ্গে চলছে। পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটি ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমাস, মধুমিতা, যমুনা ব্লকবাস্টারে ভালো ব্যবসা করছে।

ঈদের আরও ২ সিনেমা 'গলুই' স্টার সিনেপ্লেক্সে ও 'বিদ্রোহী' যমুনা ব্লকবাস্টারে চলছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে আজ বৃহস্পতিবার বলেন, 'ঈদের প্রথম দিন থেকে আজ তৃতীয় দিন পর্যন্ত শান সিনেমাটি এগিয়ে রয়েছে। সবগুলো বাংলা সিনেমার মধ্য শান অনেক এগিয়ে। বলা চলে, ১ নম্বরে রয়েছে সিনেমাটি। সিনেমাটির অনেকগুলো শো হাউজফুল হয়েছে। আরও ভালো যাবে বলে আমাদের বিশ্বাস। এটা আমাদের বাংলা সিনেমার জন্য অবশ্যই আশার খবর।'

সিয়াম আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদের দিন থেকেই শান সিনেমার খবর ভালো পাচ্ছি। যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হলো, নারী দর্শকদের সরব উপস্থিতি। দর্শকরা আবার সিনেমা হলে ফিরছেন এটা সত্যিই আশার কথা।'

তিনি আরও বলেন, 'বিভিন্ন মাধ্যমে প্রচুর ভালো ভালো রিভিউ পাচ্ছি। এগুলো আমাকে সাহস দিচ্ছে। এইভাবে চলতে থাকলে বাংলা সিনেমার সুদিন ফিরবে। পোড়ামন-২ মুক্তির পরে দর্শকদের ভালোবাসার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।'

সিনেমার পরিচালক এম রাহিম দ্য ডেইলি স্টারকে বলেন,  'ঈদের দিন দেশের অনেক হলে সিনেমাটি ভালো চলছে, ঢাকার মধ্যে বেশ কয়েকটি হলে নিজ চোখে দেখেছি। আগামীতে হলের সংখ্যা আরও বাড়বে। যারা ঈদের সময়  বিভিন্ন কারণে সিনেমাটি নিতে পারেননি তারা যোগাযোগ করছেন। এটা সিনেমার জন্য ভালো একটা দিক।'

ফার্মগেটের আনন্দ সিনেমা হলের জামিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে। মানুষ ঢাকায় ফিরছে ধীরে ধীরে। ঢাকায় মানুষ বাড়লে দর্শকও বাড়বে বলে আশা করছি।'

ঈদে দেশের ৩৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে 'শান'।

Comments

The Daily Star  | English

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

10h ago