নতুন ঠিকানায় পরীমনি

ছবি: পরীমনির ফেসবুক থেকে নেওয়া

নতুন ঠিকানায় গিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। তার আগের বনানীর বাসা বদল করে নতুন বাসায় ওঠার কথা গতকাল সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে তিনি জানিয়েছেন।

গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাসায় ফিরেই বনানীর বাসায় সমস্যার কথা জানতে পারেন তিনি। পরীমনি তখন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'আমি চাই না আমার কারণে বাসার অন্যদের সমস্যা হোক। আমার বাসার সামনে টেলিভিশন ক্যামেরা, ইউটিউবার, গণমাধ্যম কর্মীদের অনেক আনাগোনা থাকে। এই বাসার অন্য মানুষদের ঝামেলা হয়। নিজেও এই বাসায় নিরাপত্তাহীনতায় আছি। তাই সামনে বাসা বদল করবো।'

পরীমনি গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে ৪টি ছবি পোস্ট করে লিখেছেন: 'Love the life you live. Live the life you love…'

পরীমনি গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত 'গুনিন' সিনেমায় কাজ করবেন। তিনি আরটিভি প্রযোজিত 'বায়োপিক' নামের আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন আগামী মাসে। এ ছাড়া, 'প্রীতিলতা'র বাকি অংশের শুটিং করবেন তিনি।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

8h ago