নুসরাত ফারিয়ার ‘ভয়’

সম্প্রতি নুসরাত ফারিয়া শেষ করলেন রাজা চন্দ পরিচালিত 'ভয়' সিনেমার শুটিং। কলকাতার এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা।

সিনেমায় আরও অভিনয় করছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিং, অসীম রায় চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্তসহ অনেকেই।

নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটির শুটিং শেষ হয়েছে, এখন ডাবিং বাকি। আগস্টে ডাবিং শেষে সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হবে।'
নুসরাত ফারিয়া 'ভয়' সিনেমায় অভিনয় করেছেন একজন শিক্ষকের চরিত্রে। অঙ্কুশ সাঁতারের প্রশিক্ষক। তার ছোট বোন বিশেষ চাহিদা সম্পন্ন, মা ক্যানসারে আক্রান্ত। বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে শিক্ষকতা করেন ফারিয়া। অঙ্কুশের বাবা নেই, কাকা চিকিৎসক। মা-বোনকে নিয়ে বিপর্যস্ত অঙ্কুশের সম্পত্তি আত্মসাৎ করতে আসেন তার কাকা।
নুসরাত-অঙ্কুশ এর আগে 'আশিকী' ও 'বিবাহ অভিযান' সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন।
Comments