পদ ফিরে পেতে নিপুণের আপিল আবেদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের (জিএস) পদ ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন অভিনেত্রী নিপুণ আক্তার।
আজ বৃহস্পতিবার তিনি এই আবেদন করেন।
গতকাল বুধবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও অভিনেত্রী নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে নিপুণ তার আইনজীবীর মাধ্যমে পিটিশনটি জমা দেন।
নিপুণের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান দ্য ডেইলি স্টারকে জানান, পিটিশনে নিপুণ বলেছেন, আপিল নির্বাচন বোর্ডের বিরুদ্ধে হাইকোর্টে জায়েদ খানের করা রিট আবেদন গ্রহণযোগ্য নয়। কারণ বোর্ড একটি বেসরকারি সংস্থা।
আপিল নির্বাচন বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
আইনজীবী আরও জানান, আগামী রোববার আপিল বিভাগের চেম্বার জজ নিপুণ আক্তারের আবেদনের ওপর শুনানি করতে পারেন।
জায়েদ খানের করা রিট আবেদনের শুনানি শেষে জায়েদের প্রার্থিতা বাতিল ও নিপুণকে সমিতির সাধারণ সম্পাদক ঘোষণাকে অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। একই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট ৭ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সিদ্ধান্ত স্থগিত করেন।
রায়কে অবৈধ ঘোষণা না করার নির্দেশ দিয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।
জায়েদের প্রার্থিতা বাতিল এবং নিপুণকে সমিতির সাধারণ সম্পাদক ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করে গত ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ চেম্বার জজের আদেশ বহাল রেখে তা বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দেন।
Comments