পরিচালক রোজিনা

নিজের পরিচালিত ‘ফিরে দেখা’ সিনেমায় ৭০ বছর বয়সী নারীর চরিত্রে রোজিনা। ছবি: সংগৃহীত

প্রথম পরিচালিত সিনেমার শুটিং অবশেষে শেষ করলেন এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী রোজিনা।

করোনা পরিস্থিতির কারণে প্রায় ৮ মাস পর গত শুক্রবার তিনি তা শেষ করেন।

'ফিরে দেখা' শিরোনামের সিনেমাটি পরিচালনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন তিনি।

মগবাজারের একটি হাসপাতালে শুটিংয়ের জন্যে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে রোজিনা প্রায় ৩ ঘণ্টা এফডিসির ৭ নম্বর ফ্লোরের মেকআপ রুমে কাটান। দীর্ঘ সময় ধরে মেকআপ নিয়ে তিনি ৭০ বছর বয়সী নারীর রূপ নেন। এরপর বিকেল থেকে রাত পর্যন্ত শুটিং করেন।

দ্য ডেইলি স্টারকে রোজিনা বলেন, 'আমার প্রথম পরিচালিত সিনেমা "ফিরে দেখা"র কাজ শেষ করতে পারছি সেজন্য এখন টেনশনমুক্ত লাগছে।'

তিনি আরও বলেন, 'সিনেমায় ৭০ বছর বয়সী নারীর দৃশ্য নিয়ে শুটিং করলাম। দর্শকরা আমাকে এমন চরিত্রে আগে কখনো দেখেননি।'

আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সরকারি অনুদানের সিনেমা 'ফিরে দেখা'য় রোজিনার বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন।

রোজিনার সবশেষ অভিনীত 'রাক্ষুসী' সিনেমা মুক্তি পায় ২০০৫ সালে।

সিনেমা পরিচালনার আগে অনেকগুলো ১ ঘণ্টার নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন রোজিনা।

তার পরিচালিত সর্বশেষ নাটকের নাম 'দান প্রতিদান'।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago