এক সিনেমায় বাঁধন-তাহসান
আজমেরী হক বাঁধন 'রেহানা মরিয়ম নূর' সিনেমা দিয়ে দর্শক মন জয় করে চলছেন। পাশাপাশি বলিউডে বিশাল ভরদ্বাজ পরিচালিত 'খুফিয়া' সিনেমায় অভিনয় করছেন তিনি। এবার বাঁধন জানালেন নতুন আরেকটি সিনেমার খবর।
সাদিক আহমেদ পরিচালিত 'অ্যা ব্লেসড ম্যান' সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন তাহসান খান। অ্যাপেল বক্স ফিল্মসের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।
বাঁধন বলেন, 'অনেকেই আমাকে বলছিলেন, কেন এতো শুকাচ্ছি। এই সিনেমার চরিত্রের কারণে এমন হতে হচ্ছে। সিনেমার গল্পটা অসম্ভব সুন্দর। খুব জলদি আমরা শুটিংয়ে যাবো।'
তিনি আরও বলেন, 'এই সিনেমার পরিচালক "দ্য লাস্ট ঠাকুর" সিনেমাটি নির্মাণ করেছিলেন।'
'রেহানা মরিয়ম নূর সিনেমায় অভিনয়ের জন্য এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে অ্যাপসার ১৪তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাঁধন।
তাহসান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা 'যদি একদিন'। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'নো ল্যান্ডস ম্যান'।
Comments