বানভাসিদের পাশে রিয়াজ, নিপুণ, সাইমনরা

শিল্পী সমিতির পক্ষে ত্রাণ বিতরণ করছেন রিয়াজ ও নিপুণ। ছবি: সংগৃহীত

সিলেটসহ বানভাসি এলাকার মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য রিয়াজ, নিপুণ, সাইমন ও জেসমিন।

তারা বর্তমানে সিলেটে রয়েছেন। সিলেটের গোয়াইনঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকার ২ হাজার ৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন তারা। এ ছাড়াও, দিচ্ছেন নগদ সহায়তাও।

আজ বুধবার সকালে সিলেটে পৌঁছান শিল্পী সমিতির সদস্যরা।

শিল্পী সমিতির পক্ষে ত্রাণ বিতরণ করছেন সাইমন ও নিপুণ। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই। আমরা এসেছি শুকনো খাবার ও পানি নিয়ে। কিছু জায়গায় নগদ টাকাও দেওয়া হচ্ছে।'

নায়ক রিয়াজ বলেন, 'সিলেটে এসেছি শিল্পী সমিতির পক্ষ থেকে। বানভাসিদের জন্য শুকনো খাবার দিচ্ছি আমরা। সরকারের পাশাপাশি অনেকেই ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।'

তিনি আরও বলেন, 'মানুষ এখানে সত্যি অনেক কষ্টে আছেন। যে যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।'

অভিনেত্রী নিপুণ বলেন, 'সিলেটবাসীদের এই বিপদের দিনে আমাদের মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার। তাই চলে এসেছি। এখানে ২ হাজার ৫০০ পরিবারকে আমার ত্রাণ ও নগদ টাকা দেবো শিল্পী সমিতির পক্ষ থেকে। পাশাপাশি সবাইকে আহ্বান জানাবো, আপনারাও পাশে থাকুন।'

এর আগে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

2h ago