‘বিয়ে করতে ভয় পাই, এ কারণেই...’

ববি। ছবি: স্টার

চিত্রনায়িকা ববি 'খোঁজ- দ্য সার্চ' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। বাংলাদেশের প্রথম সুপারহিরো 'বিজলি' সিনেমার প্রযোজক ও নায়িকা তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'নোলক', 'হিরো দ্য সুপারস্টার' ও 'দেহরক্ষী'।

দীর্ঘ বিরতির পর একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। শুটিংয়ের অবসরে গতকাল বুধবার দ্য ডেইলি স্টারের সঙ্গে মুঠোফোনে ববি তার নতুন কাজ, পরিকল্পনা, প্রেম ও বিয়েসহ নানা বিষয়ে কথা বলেন।

'নোলক'র পর নতুন কোনো সিনেমার দেখা যায়নি আপনাকে। নতুন সিনেমায় কবে দেখা যাবে?

ববি: সবকিছু তো এখনো স্বাভাবিক হয়নি। করোনা মহামারি কাটিয়ে একটু একটু করে সবকিছু ঠিকঠাক হচ্ছে। এরই মধ্যে শুটিং শুরু করেছেন অনেকেই। আমি বিজ্ঞাপনের শুটিং করছি। আগামীতে রশিদ পলাশ পরিচালিত 'ময়ূরপঙ্খী' নামের একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করবো। পরিস্থিতি স্বাভাবিক হলে বড় বাজেটের সিনেমা দিয়ে ফিরবো। এখন নিজেকে সেজন্য প্রস্তুত করছি।

কোন বিজ্ঞাপনের শুটিং করছেন?

ববি: বিরুলিয়ায় রেহমান খলিল পরিচালিত একটি বিউটি সোপের বিজ্ঞাপনের শুটিং করছি। এটি পুরোপুরি গ্ল্যামার নির্ভর কাজ। অনেকদিন পর শুটিং করে তৃপ্তি পাচ্ছি। দারুণ একটা গল্প আছে এতে। আশা করি, সবার ভালো লাগবে।

'বিজলি' পর আর কোনো সিনেমা প্রযোজনায় নেই কেন?

ববি: অনেক কিছু ভেবে সিনেমা প্রযোজনা করতে হয়। প্রযোজনা করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসে। সিনেমার প্রতি যাদের সত্যিকারের টান থাকে তারাই শুধু এটা করতে পারেন।

সিনেমা নির্মাণ আরও বেশি সহজ হওয়া উচিত। আশা করছি, সব ঠিক থাকলে আগামীতে আবার প্রযোজনা করবো।

একজন চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে আপনার প্রেমের কথা শোনা যায়। কতটুকু সত্য?

ববি: প্রেম নিয়ে আমিও নানা জায়গায় কথা শুনি। কিন্তু, যার কথা বলা হচ্ছে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক নেই। তিনি শুধুমাত্র আমার সিনেমার প্রযোজক, আর কিছুই নন। ব্যবসায়িক কিছু ব্যাপার আছে, এ ছাড়া আমাদের মধ্যে তেমন কিছুই নেই। প্রেম-বিয়ে তো লুকানোর বিষয় না।

তাহলে কি ধরে নেওয়া যায় এখন কারো সঙ্গে প্রেম নেই? বিয়ের পরিকল্পনা আছে কি?

ববি: কারোর সঙ্গেই এখন আমার প্রেম নেই। তবে প্রেম করতে ইচ্ছা করে। কিন্তু, প্রেমের জন্য ঠিক থাকলেও বিয়ের জন্য এগিয়ে গেলে তখন অনেক কিছুই ঠিক থাকে না। এই কারণেই বিয়ে করার সাহস পাই না।

প্রেমের সময় মানুষ এক রকম থাকে। বিয়ের আগ মুহূর্তে দেখা যায় সেই মানুষটি মনের দিক থেকে তেমন অগ্রসর নন। সেই কারণে সেই প্রেম বিয়ে পর্যন্ত এগোয় না। এ জন্যেই বিয়ে করতে ভয় পাই।

Comments

The Daily Star  | English
Amir Khasru Mahmud Chowdhury

People didn't sacrifice to give responsibilities to any 'Great Man': Amir Khasru

"Whichever government is elected by votes will be accountable to the people"

1h ago