মালয়েশিয়ায় ‘মিশন এক্সট্রিম’

আরিফিন শুভ অভিনীত 'মিশন এক্সট্রিম' এবার মালয়েশিয়াতে মুক্তি পেতে যাচ্ছে।
আগামী ১১ মার্চ থেকে পুলিশ অ্যাকশন থ্রিলারটি কুয়ালালামপুরের টিজিভি সিনেমাস ও কেএলসিসিতে প্রদর্শিত হবে। সেখানে সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্মস।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে 'মিশন এক্সট্রিম' সিনেমাটি বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়া মুক্তি পেয়েছে।
সিনেমাটির পরিচালক সানী সানোয়ার বলেন, 'মিশন এক্সট্রিম' বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি কমলেও বিদেশে অনেক সম্ভাবনা আছে। আমরা সেই ভরসায় এগিয়ে যাচ্ছি। কিছুদিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ইতালিতে মুক্তি পাবে।'
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিকসহ অনেকে।
Comments