মৌসুমীর গানের জগত 

চিত্রনায়িকা মৌসুমী কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেলে কিংবা ঘরোয়া আড্ডায় গান করতে পছন্দ করেন। নিজের অভিনীত সিনেমার জনপ্রিয় গানগুলোর দুয়েকটি গাওয়ার চেষ্টা করেন। গানের প্রতি তার নিবিড় ভালোবাসা। অভিনয়ের বাইরে গানের সঙ্গে তার চিরদিনের সখ্যতা।
চিত্রনায়িকা মৌসুমী। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা মৌসুমী কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেলে কিংবা ঘরোয়া আড্ডায় গান করতে পছন্দ করেন। নিজের অভিনীত সিনেমার জনপ্রিয় গানগুলোর দুয়েকটি গাওয়ার চেষ্টা করেন। গানের প্রতি তার নিবিড় ভালোবাসা। অভিনয়ের বাইরে গানের সঙ্গে তার চিরদিনের সখ্যতা।

৯০ এর দশকে নিজের কণ্ঠে একক গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন মৌসুমী। আরেক সংগীতশিল্পী আদনান বাবুর সঙ্গে গেয়েছিলেন 'দূর থেকে দূরে চলো' নামের গান। গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল তখন।

প্রায় ২০ বছর আগে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা' অনুষ্ঠানে প্রণব ঘোষের সুরে 'বুকের মাঝে প্রেমের আগুন' গানটি গেয়েছিলেন। ২০১২ সালে এনটিভির বর্ষপূর্তির অনুষ্ঠানের জন্য মাকসুদ জামিল মিন্টুর সুরে 'চোখ ছুঁয়েছে, মনও ছোঁবে' গানে কণ্ঠ দিয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি।

শুধু আধুনিক গান নয়, সিনেমার গানেও প্লেব্যাক করেছিলেন 'মৌসুমী' সিনেমায়। প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আনোয়ার পারভেজের সুরে 'ভালোবাসা বলে নেই তো কিছু' গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

গাওয়ার পাশাপাশি গান লিখেছেন চিত্রনায়িকা মৌসুমী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ছায়া-ছবি' সিনেমায় আরফিন রুমীর সুরে ভারতের শিল্পী অভিজিতের কণ্ঠে 'মন যা বলে বলুক' গানটি লিখেছেন। আলাউদ্দীন আলীর সুরে সংগীতশিল্পী কোনালের কণ্ঠে 'তোমার চোখের ভাষা আমি পড়তে পারি না' মৌসুমীর লেখা আরেকটি গান।

গান বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে এক কথোপকথনে মৌসুমী বলেছিলেন, 'গান শুনতে অসম্ভব পছন্দ করি ছোটবেলা থেকেই। গুনগুন করে গান গাওয়া আমার অভ্যাসে। শখে মাঝেমাঝে গানও গেয়েছি। গান আমার প্রতিদিনের জীবনে টনিক হিসেবে কাজ করে।'

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

4h ago