‘লাল মোরগের ঝুঁটি’র ট্রেলার প্রকাশ
নূরুল আলম আতিক পরিচালিত দ্বিতীয় সিনেমা 'লাল মোরগের ঝুঁটি'র ট্রেলার প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলারটি প্রকাশ করা হয়।
এর আগে, গত ৭ নভেম্বর সেন্সর ছাড়পত্র পেয়েছিল 'লাল মোরগের ঝুঁটি'। আগামী ১০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত সিনেমাটি ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায়।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনিরসহ অনেকে।
Comments