‘শান’ মুক্তিতে বাধা নেই

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা 'শান' সেন্সর ছাড়পত্র পেয়েছে। ফলে, সিনেমাটি মুক্তি দিতে আর কোনো বাধা নেই। আগামী ৭ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা আছে।
সিনেমাটির পরিচালক এম রাহিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সেন্সর ছাড়পত্র পাওয়াতে ভালো লাগছে। কয়েকদিন চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। সিনেমার গল্প সেনসিটিভ; সেন্সর বোর্ড কীভাবে দেখে সেটা নিয়ে ভাবছিলাম। শান বিনা কর্তনে সেন্সর পেয়েছে এটা আমার জন্য অনেক আনন্দের।'
তিনি আরও বলেন, 'এমন পুলিশ অ্যাকশন সিনেমা এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে। আশা করছি নির্ধারিত তারিখেই সিনেমা হলে মুক্তি দিতে পারবো।'
সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির গল্প লিখেছেন আজাদ খান।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এছাড়া, আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
নির্মাতা এম রাহিমের এটি প্রথম পরিচালনা। এর আগে তিনি 'পোড়ামন ২', ও 'দহন' ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছিলেন।
Comments